মৌলভীবাজারে ভোটার শূন্য ৭ উপজেলার ভোটকেন্দ্রে
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:১১,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় দ্বিতীয় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ সকাল ৮টা থেকে মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিত কম দেখা গেছে।
সকাল সাড়ে নয়টার দিকে শ্রীমঙ্গল উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে সরেজমিন গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি একদম কম। এ কেন্দ্রে মোট ভোটার ২২৯২ জন। সকাল সোয়া ৯টায় এ ভোটকেন্দ্রে গিয়ে ভোটারের দেখা মেলেনি। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সনজীত কুমার দাস বলেন, ‘কেন্দ্রে ৬টি বুথ রয়েছে। এ পর্যন্ত ভোট কাস্টিং মাত্র ৬টি। ভোটার উপস্থিতি নেই।’
কোনো ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়নি। প্রত্যেকটি ভোটকেন্দ্রে প্রার্থীদের কর্মী ও সমর্থকদের দু’একজনকে ভোট দিতে দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে।
প্রসঙ্গত, পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ভোট হবে।৭টি উপজেলায় মোট পৌরসভা সংখ্যা ৫টি, ইউনিয়নের সংখ্যা ৬৭, ভোটকেন্দ্রের সংখ্যা মোট ৫১৯টি, ভোটকক্ষের সংখ্যা মোট ৩ হাজার ৩৯৩, ভোটারদের মধ্যে পুরুষ ৬ লাখ ৫২ হাজার ২৬৪ ও মহিলা ভোটার ৬ লাখ ৪৫ হাজার ২৪৭ জন। মোট ভোটার ১২ লাখ ৯৭ হাজার ৫১১ জন। মোট প্রার্থী চেয়ারম্যান পদে ২০ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২৮ জন।