মৌলভীবাজারে ভালোবাসা দিবসে ১১টি জুটির বিয়ে!
প্রকাশিত হয়েছে : ২:৩৭:০৭,অপরাহ্ন ১৪ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
মৌলভীবাজারে যুক্তরাজ্যের সেচ্ছাসেবী সংস্থা আল ইমদাদ ফাউন্ডেশন বাংলাদেশ শাখার আয়োজনে বিশ্ব ভালবাসা দিবসে ১১টি জুটির গণবিবাহ প্রদান করা হয়েছে। শনিবার ১৪ ফেব্রুয়ারী সদর উপজেলার কনকপুর ইউনিয়নের আব্দা গ্রামের আবু বকর সিদ্দিক মিয়ার বাড়ী এই গণ বিবাহ অনুষ্ঠিত হয়েছে।
বিবাহ বন্ধণে আবদ্ধ হলেন মাসুম মিয়া (২২) -কণে সুমি আক্তার, জুবেদ মিয়া (২৫)- কনে তাহমিনা আক্তার, দেলোয়ার হোসেন (২৬)- কনে আকি আক্তার, লায়েজ মিয়া (২২)- কণে ফাতেমা বেগম, আছলাম মিয়া (২৫)- কনে রোখশানা আক্তার, নরুল মিয়া (২৩)- কনে মনোয়য়ারা বেগম, মুছা মিয়া (২৭)- কনে মৌনসুমী আক্তার,ইমান আলী(২৭)- কনে রিফা আক্তার, আমির আলী (২৯)- কনে সুমা খাতুন, মাছুম মিয়া (২৯)- কনে মাহমুদা আক্তার, জাবেদ মিয়া (২৫)- কনে ফাতেমা খাতুন।
বিয়েতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আহমদ, সহকারী পুলিশ সুপার সিরাজুল হুদা, বর- কণের আত্মীয়-স্বজন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। গণবিয়েতে কবুল পড়ান মাওলানা আব্দুল বারী ধর্মপুরী।
বিয়ের সামাজিক নিয়ম কানুন শেষে জেলা প্রশাসক আয়োজকদের পক্ষে নগদ ১২ হাজার টাকা ও একটি করে রিকশা প্রত্যেক নব দম্পতিদের উপহার দেন।