মৌলভীবাজারে বিশেষ অভিযানে আটক ৮
প্রকাশিত হয়েছে : ৬:১১:২৬,অপরাহ্ন ০১ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শিবির কর্মীসহ আটজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-ছাত্র শিবির কর্মী মো. শাহিন আহমদ (৩০), সেলিম আহমদ (৩৩), রাজন মিয়া (২৩), রফিক আহমদ (৩২), মিজান চৌধুরী (৩৪), হাসান আহমদ (২২), শাহিন মিয়া (২৯), হাসান চৌধুরী ও আলম মিয়া (২৫)। আটক ব্যক্তিদের বাড়ি মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।