মৌলভীবাজারে বিওএসকেইউ’র বিশেষ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:৫৩:৪৯,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৪
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বিওএসকেইউ (বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন) এর বিশেষ সভা ও পরিচয় পত্র হস্থান্তর অনুষ্ঠিত হয়েছে আজ ৪ঠা নভেম্বর মঙ্গলবার বিকাল ৩টায়। বিওএসকেইউ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক শ. ই. সরকার জবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদে’র পরিচালনায় উক্ত বিশেষ সভা ও পরিচয় পত্র হস্থান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকসী ইকবাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন- লেখক, গবেষক, সাংবাদিক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার সম্পাদক এড. নুরুল ইসলাম শেফুল, বিওএসকেইউ মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ছালেহ আহমদ সেলিম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাপ্তাহিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, বাংলানিউজ২৪ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল ও দৈনিক মানবজমিন পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি ডেভিট রুয়েল। বিওএসকেইউ সদস্য সাংবাদিক মতিউর রহমানের পবিত্র কোরান থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন- সভাপতি শ. ই. সরকার জবলু সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুর রহমান, সদস্য এহসান বিন মুজাহির, মতিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিবৃন্দ বিওএসকেইউ মৌলভীবাজার জেলা শাখার সদস্যবৃন্দের হাতে সংগঠনের পরিচয় পত্র তুলে দেন।