মৌলভীবাজারে বিএনপির মিছিলে পুলিশের গুলি : আহত ৮, আটক ১০
প্রকাশিত হয়েছে : ১০:২৪:৪৬,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ৫ জানুয়ারি সোমবার মৌলভীবাজারে আ.লীগ-বিএনপির মিছিল পণ্ড হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল।
মৌলভীবাজার বিএনপির নেতা-কর্মী ও স্থানীয়রা জানান, সকালে শহরের চৌমহনা এলাকা থেকে জেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের কুসুমবাগ অভিমুখে রওনা হলে এসআর প্লাজার সামনে আসার পরই পুলিশ ওই মিছিলে বাধা দেয়।
এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি করেছে। এতে অন্তত ৮ জন মিছিলকারী আহত হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বিএনপি’র মিছিলে বাধা দেয়ার বিষয়ে বলেন, আওয়ামীলীগের মিছিলের পর পর বিনিপি’র মিছিল গেলে সংঘর্ষ এড়াতে মিছিলে বাধা দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১১ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি করা হয়েছে। মিছিল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এবং এখন পরিস্থিতি শান্ত রয়েছে।