মৌলভীবাজারে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১২:০৫:৩৩,অপরাহ্ন ২২ নভেম্বর ২০১৪
মৌলভীবাজার প্রতিনিধি: নিখোঁজের ১০ দিন পর মৌলভীবাজারে আনোয়ার বকস (৩৫) নামে এক যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের ইকোপার্ক এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
আনোয়ার বকস সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের জগৎপুর গ্রামের সোবহান বকসের ছেলে।
আনোয়ারের চাচাত ভাই আখাইলকুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামিম আহমদ মৃতদেহটি সনাক্ত করেছেন। তিনি জানান, গত ১৩ নভেম্বর শহরের কোর্ট এলাকা থেকে নিখোঁজ হয় আনোয়ার।
স্থনীয়রা জানায়, দুপুরে ইকোপার্কের পাশে একটি গর্তে এক যুবকের গলিত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ রুমেল আহমদকে খবর দেন।
পরে চেয়ারম্যান থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।