মৌলভীবাজারে নাসের রহমানসহ ৪০০ জনকে আসামী করে মামলা, আটক ২৫
প্রকাশিত হয়েছে : ১১:১৩:৪৪,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধে মৌলভীবাজারের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ ও ভোগান্তিতে পড়েছেন সাধারন মানুষ।
মঙ্গলবার ভোর থেকে মৌলভীবাজারের কেন্দ্রীয় বাস ষ্ট্যান্ডসহ সকল ষ্টেন্ড গুলো থেকে দূরপাল্লা ও আন্ত জেলার কোন রুটে যানবাহন বাস-ট্রাকসহ সকল ধরনের দূর পাল্লার যানবাহন বন্ধ রয়েছে। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারন মানুষ। অবরোধকারী বিএনপি-জামায়াত সমর্থক কোন নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি। তবে সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে পুলিশের টহল জোড়দার করা হয়েছে।
এদিকে পুলিশ জানায়, গতকাল বিএনপি-জামায়াতের সাথে পুলিশের সংঘর্ষে পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাসের রহমানসহ প্রায় ৪শতাধীক নেতাকর্মীকে আসামী করে সদর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জামায়াত-বিএনপির ২৫ জন কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ।