মৌলভীবাজারে দুর্ধর্ষ ডাকাতি : আহত ৩, ৫ লাখ টাকার মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ১২:৩২:১২,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকায় এক ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। নগদ ৪০ হাজার টাকাসহ ৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাতের হামলায় মহিলাসহ ৩ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায় , বুধবার ভোর চারটার দিকে সদর উপজেলার সৈয়ারপুর এলাকায় প্রদীপ দের বাড়ীতে ১০/১২ জনের মুখোশ পরা এক দল ডাকাত রান্না ঘরের জানালার গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে ডাকাতি চালায়।
তাদের হাতে থাকা দা ,চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের একটি কক্ষে জিম্মি করে । পরে আলমিরা ভেঙে নগদ ৪০ হাজার টাকা ,৮ ভরি স্বর্ণালঙ্কার, একটি ল্যাপটপ, ৪টি মোবাইল সেট লুট করে তারা। এ সময় বাড়ীর লোকজন চিৎকার দিতে গেলে মহিলাসহ তিন জনকে দা দিয়ে কুপিয়ে মালামাল নিয়ে পালিয়ে যায় ডাকতিরা। পরে এলাকাবাসী এসে আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপালে ভর্তি করেন। এ ঘটনার খবর পেয়ে সকালে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।