মৌলভীবাজারে দুই কক্ষে ৪ ঘণ্টায় ভোট পড়েনি ১টিও!
প্রকাশিত হয়েছে : ১:৫১:৪৭,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার শহরের কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্র সকাল ১২টায় সময় দুইটি বুথে একটি ভোটও পড়েনি।সোমবার সকাল ১২টায় ওই কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোট প্রদানের বাক্স পুরাই শূন্য। ১টিও ভোট পড়েনি। ওই দুটি কক্ষ হচ্ছে ৩ নং ও ৯নং।
এই কেন্দ্রে ৯ নং কক্ষে গিয়ে দেখা সকাল ১১টা পর্যন্ত ১টিও ভোট বাক্সে পড়েনি। অথচ এই কক্ষে মোট ভোটার সংখ্যা ৩৬৪ জন। ৩নং কেন্দ্রেও একি দশা। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রিজাইডিং শোকেষ চৌধুরী।
কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রের ৮নং কক্ষে মাত্র ৫টি ভোট পড়েছে। অথচ এই কক্ষের মোট ভোটার সংখ্যা ৪৮৪ জন।এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিলাদ্রী শেখর দাস জানান, এই কেন্দ্র মোট ভোটার সংখ্যা ২৯৯৭ জন। এ পর্যন্ত ৮টি ভোট পড়েছে। এই কেন্দ্রে ৯টি বুথ রয়েছে।