মৌলভীবাজারে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে ৩ এএসআই আহত, আটক ৫
প্রকাশিত হয়েছে : ১:০৩:৩৫,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
মৌলভীবাজারে ছাত্রদল-পুলিশ সংঘর্ষে তিন সহকারী উপ-পরির্দক (এএসআই) আহত হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন-সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম (৪৫), সাব্বির আহমদ (৪৬), ও কামাল হোসেন (৪৭)।
পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল দীর্ঘদিন কারাবাসের পর দুপুরে জামিনে মুক্তি লাভ করেন। কারাগার ফটক থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মোটরসাইকেল শোভাযাত্রা করে শহরে আসার পথে রাস্তা অবরোধ করেন। এসময় পুলিশ তাদের বাধা দিতে গেলে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে সংর্ঘষ বেধে যায়। এতে পুলিশের তিন এসএসআই আহত হন।
পরে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।