মৌলভীবাজারে কারচাপায় মোটরসাইকেল চালক নিহত
প্রকাশিত হয়েছে : ১:০৭:৩২,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৪
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কে জেলা কারাগারের সামনে প্রাইভেটকারের চাপায় মামুন মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। সে গিয়াসনগর ইউপি’র কদুপুর এলাকার নজরুল ইসলামের ছেলে। রোববার দুপুর সাড়ে ১২টায় গোমড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সূত্র জানায়, শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারমুখী একটি প্রাইভেটকার কদুপুর এলাকায় একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল চালক মামুন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। মৌলভীবাজার মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।