মৌলভীবাজারে আগুনে পুড়ল যাত্রীবাহী রূপসী বাংলা : আহত ১০
প্রকাশিত হয়েছে : ১০:৩০:৪৯,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০১৫
বড়লেখা প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখায় ঢাকাগামী যাত্রীবাহী বাস রূপসী বাংলায় পেট্রল ছিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পিকেটাররা। এ সময় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১২ ফ্রেরুয়ারি) সকালে উপজেলার মাইজগ্রাম এলাকায়। দমকল বাহিনীর সদস্যরা প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে যায় বাসটি। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টায় সিলেটের বিয়ানীবাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস রূপসী বাংলা (ঢাকা মেট্রো-ব-১১-১৩০৬) বড়লেখার দাসেরবাজার নামক স্থানে ২০/২৫জন পিকেটারের কবলে পড়ে। এ সময় পিকেটাররা ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ভাংচুর করে। বাসের চালক মাসুদ আলম সম্মুখে অগ্রসর না হয়ে পেছনের দিকে প্রায় আধ-কিলোমিটার দূরে মাইজগ্রাম নামক স্থানে নিয়ে যান। এ সময় গাড়ি থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে ১০জন যাত্রী আহত হন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পিকেটাররাও ইট-পাটকেল নিক্ষেপ করতে করতে মাইজগ্রামে গিয়ে পেট্রল ছিটিয়ে বাসটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিুরুজ্জামান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে গাড়িতে অগ্নিসংযোগের আগে বড়লেখা পৌর শহরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে শিবির।