মোহাম্মদপুরে বস্তিতে আগুন, পুড়ল ৪’শ ঘর
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:১৭,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর পুলৈপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তির ৪’শটি ঘর পুড়ে গেছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর, পলাশী, লালবাগ ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে মোট ১০ ইউনিট পৌঁছে প্রায় পৌনে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, আগুন নিয়ন্তণে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো জানা সম্ভব হয়নি।