মোহাম্মদপুরে কিশোরীকে নির্যাতন চালিয়ে হত্যা
প্রকাশিত হয়েছে : ১০:৪০:৫০,অপরাহ্ন ২৩ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: রাজধানীর মোহাম্মদপুরে এক কিশোরীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। কিশোরীর নাম খাদিজা আক্তার (১৬)। রোববার সকাল সাড়ে ১০টায় ঢাকা উদ্যানের সি-ব্লকের ৪ নম্বর রোডের ৭ নম্বর বাড়ীর চতুর্থ তলা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহত কিশোরীর রিকশাচালক পিতা মো. মোসলেম উদ্দিন জানান, গত ২৯ অক্টোবর খাদিজা বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। এরই মধ্যে পিংকী নামের তার এক বান্ধবী জানায় শুভ নামের এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক থাকায় গত ৩/৪ দিন পূর্বে তারা বিয়ে করে মোহাম্মদপুর এলাকায় বাস করছে।
মোহাম্মদপুর থানার এসআই বুলবুল আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মৃতদেহের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। বাড়ীওয়ালা জানিয়েছেন গত ১ নভেম্বর খাদিজা ও শুভ নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসাটি ভাড়া নেয়। ঘটনায় জড়িত সন্দেহে কথিত স্বামী শুভকে খোঁজা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
খাদিজার মায়ের নাম আনোয়ারা বেগম। গ্রামের বাড়ী ময়মনসিংহ জেলার মুক্তাগাছার সৈয়দপাড়া গ্রামে। তারা মোহাম্মদপুরের ২১/২৫ নম্বর বিজলী মহল্লায় স্বপরিবারে বাস করতো। তারা ২ বোন ও এক ভাই সে সবার ছোট ছিলো।