মোমিনখলা মসজিদের টাকা, তাই নেয়নি ডাকাতরা!
প্রকাশিত হয়েছে : ১১:২৪:১১,অপরাহ্ন ২১ মে ২০১৫
স্টাফ রিপোর্টার::
কথায় আছে না, ‘চোরে শোনে না ধর্মের কাহিনী।’ তবে এটিকে উল্টিয়ে দিল ডাকাতি করতে আসা ডাকাতরা। একদল ডাকাত ডাকাতি করতে এসে জানতে পারে ঘরে থাকা টাকা মসজিদের, তাই সেগুলো নেয়নি তারা।
জানা গেছে, সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় তার বড়ভাই আনছার আহমদের ঘরে মসজিদের ৭০ হাজার টাকা রাখা ছিল। মসজিদের টাকা জানতে পেরে সেই টাকাগুলো ডাকাতরা নেয়নি। বৃহস্পতিবার ভোর রাতে দক্ষিণ সুরমার মোমিনখলাস্থ আশিকের বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।