মোবারকের মৃত্যুদণ্ডাদেশ
প্রকাশিত হয়েছে : ৬:৩৩:৩৩,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও জামায়াতের সাবেক রোকন মোবারক হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার এই রাজাকার কমান্ডারের মামলার তাকে সর্বোচ্চ এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে এ রায় ঘোষণা করেন চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।