মোদীর সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের সাক্ষাৎ
প্রকাশিত হয়েছে : ১:৫৯:৪৪,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসসিসিআই) নেতৃবৃন্দ। রবিবার হোটেল সোনারগাঁওয়ে এফবিসিসিআই নেতৃবৃন্দের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ এর নেতৃত্বে এসসিসিআই সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ সহ অন্যান্য বিভাগীয় চেম্বার ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাতের সময় ভারতের প্রধানমন্ত্রীর কাছে দুই দেশের যৌথ উদ্যোগে বেসরকারি খাতে একটি বিজনেস গ্রুপ গঠনের প্রস্তাব তুলেন ব্যবসায়ী নেতৃবৃন্দরা।
এ সময় সিলেট চেম্বার সভাপতি, সিলেটে ভারতীয় হাই কমিশনের শাখা অফিস স্থাপন এবং দেশের যোগাযোগ বৃদ্ধিতে ঢাকা-সিলেট-শিলং-গোহাটি বাস সার্ভিস চালু করায় নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, এ বাস সার্ভিস চালু হওয়ায় সিলেটের সাথে ভারতের সেভেন সিস্টারের বাণিজ্য সম্পর্ক আরো জোরদার হবে।
সৌজন্যে সাক্ষাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই এর ১ম সহ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, এমসিসিআই এর সভাপতি নাসির মঞ্জুর, ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ, বিজিএমইএ এর সভাপতি আতিকুল ইসলাম, বাংলাদেশ-ভারত চেম্বারের সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম চেম্বারের মাহবুবুল আলম, রাজশাহী চেম্বারের মনিরুজ্জামান, খুলনা চেম্বারের কাজী আমিনুল হক, বরিশাল চেম্বারের সাইদুর রহমান রিন্টু, রংপুর চেম্বারের মোস্তফা সোহরাব চৌধুরী প্রমুখ।