‘মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন’
প্রকাশিত হয়েছে : ৯:৪১:০৮,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
এবার নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন ভারতের প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে। ভূমি অধিগ্রহণ নীতির বিরোধিতা করে গতকাল সোমবার থেকে দিলি্লর যন্তর মন্তরে দু’দিনের কর্মসূচি শুরু করেছেন তিনি। এর আগে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় দুর্নীতিবিরোধী দুর্বার আন্দোলন গড়ে তুলে ব্যাপক সাড়া জাগিয়েছিলেন আন্না হাজারে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের ভূমি অধিগ্রহণ অ্যাক্ট, ২০১৩ অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে ভূমি অধিগ্রহণের সময় জমির মালিকের অনুমতি প্রয়োজন। এ আইন পরিবর্তন করে গত ডিসেম্বরে জারি করা অর্ডিন্যান্স অনুযায়ী পাঁচটি ক্ষেত্র শিল্প করিডোর, পিপিপি প্রজেক্ট, গ্রামীণ পরিকাঠামো, প্রতিরক্ষা ও আয়ত্তের মধ্যে আবাসন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে মালিকের সম্মতি প্রয়োজন হবে না।
আন্না হাজারের অভিযোগ, মোদি সরকারের এই অর্ডিন্যান্স কৃষকের স্বার্থবিরোধী। অর্ডিন্যান্স প্রত্যাহারের দাবিতে সবপক্ষকে একযোগে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এটি সম্পূর্ণ প্রত্যাহার না করলে রামলীলা ময়দানে বৃহত্তর প্রতিবাদ আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দিয়েছেন তিনি। তবে গতকাল পার্লামেন্টে বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দাবি করেছেন, কোনোভাবেই সরকার কৃষকের স্বার্থ লঙ্ঘন করবে না। বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএভুক্ত দলগুলো ছাড়া সব রাজনৈতিক দল এ অর্ডিন্যান্সের তীব্র বিরোধিতা করছে। তাদের অভিযোগ, এ অর্ডিন্যান্স শুধু পুঁজিপতি, করপোরেটদের স্বার্থরক্ষা করবে। আন্না হাজারের অবস্থান কর্মসূচিতে শামিল হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দিলি্লর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ আম আদমি পার্টির নেতারা। তবে আন্না বলেছেন, কেজরিওয়াল মঞ্চে বসতে পারবেন না, তাকে বসতে হবে জনতার সঙ্গে। কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর জন্যও একই নিয়ম।