মোদির আমলে ভারতে জরুরি অবস্থার জারির আশঙ্কা
প্রকাশিত হয়েছে : ১০:১৫:৪৪,অপরাহ্ন ১৯ জুন ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ভারতে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থার সময় কারাগারে যেতে হয়েছিল বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানিকে। এবার বিজেপি সরকারের আমলেই ভারতে জরুরি অবস্থা জারির আশঙ্কা করছেন তিনি। বৃহস্পতিবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা ব্যক্ত করেন আদভানি। এমনিতেই ললিত মোদির ভিসা বিতর্কে চাপে রয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার। এরই মধ্যে আদভানির এই আশঙ্কা প্রকাশ মোদির অস্বস্তি আরও বাড়ল। প্রবীণ এই নেতার এমন মন্তব্য মোদি বিরোধীদের হাতে খোলা তরবারি তুলে দেওয়ার মতোই।
আদভানির মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে দিলি্লর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই টুইটে বলেন, তাহলে কি দিলি্ল থেকেই তা শুরু হতে পারে? কমিউনিস্ট নেতা সীতারাম ইয়েচুরি বলেন, আদভানি একজন প্রবীণ রাজনীতিবিদ। কেন তিনি এমন সন্দেহ করছেন তা স্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি মোদি কর্তৃত্ববাদী সরকার চালাচ্ছেন। কংগ্রেস নেতা টম ভাদাক্কান বলেন, আদভানির মন্তব্য স্পষ্টতই মোদির নেতৃত্বের প্রতি নিন্দা। আরএসএস বলেছে, তিনি জ্যেষ্ঠ রাজনীতিবিদ। তিনি এমন কথা না বলে মোদির সঙ্গে আলোচনা করতে পারতেন। ভারতে জরুরি অবস্থা জারির ৪০ বছর পূর্তিতে আদভানি বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবিধানিক ও আইনি রক্ষাকবচ সত্ত্বেও গণতন্ত্রবিরোধী শক্তিগুলো বেশ ভালোমতো শক্তি সঞ্চয় করায় আবারও জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, দেশে গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার অভাব দেখা যাচ্ছে। রাজনীতিকদের সমালোচনা করে তিনি আরও বলেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বিচক্ষণতা নেই, এমন কথা তিনি বলছেন না। কিন্তু কিছু দুর্বলতা রয়েছে। গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার অভাব রয়েছে। তাই জরুরি অবস্থার মতো পরিস্থিতি ফিরে আসবে না, এমন কথা তিনি জোর দিয়ে বলতে পারছেন না। এক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতি প্রতিরোধের প্রয়োজনীয় রক্ষাকবচ নেই বলেও মন্তব্য করেছেন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা এই সদস্য।
সূত্র : এনডিটিভি।