মোদিবিরোধী পোস্টার, ৩ হিজবুত কর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১:৩৬:২৩,অপরাহ্ন ০৫ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী পোস্টার লাগানোর সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশতিয়াক হোসেন (২৫), ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আবদুল জাওয়াদ (২২) ও চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ছাত্র আহসান আলি রিয়াদ (২৫)।
খুলশি থানার ওসি নিজাম উদ্দিন জানান, ৫ জন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মোদির সফরবিরোধী পোস্টার লাগাচ্ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে টের পেয়ে দু’জন পালিয়ে যায়। বাকি তিনজনকে আটক করা হয়েছে।