মেয়েকে নায়িকা হিসেবে দেখতে চান শাহরুখ
প্রকাশিত হয়েছে : ১১:৪২:৪৬,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: বলিউড বাদশাহ শাহরুখ খান। তার তিন ছেলে-মেয়ে। তার মধ্যে বড় ছেলে আরিয়ান বিদেশে থেকে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। আর সবার ছোট আব্রাম এখানো কোলের শিশু। একমাত্র মেয়ে সুহানাকে নিয়েই এখন স্বপ্ন শাহরুখ খানের। তিনি চান মেয়ে সুহানা বলিউডের নায়িকা হয়ে নিজের মতোই সবার মন জয় করবে।
শাহরুখ নিজেই জানিয়েছেন, সুহানা নাকি খুবই লাজুক স্বভাবের মেয়ে। আবার সে নায়িকাও হতে চায়। বাবার মতোই বলিউডে সবার হৃদয় জিতে নিতে চায়। তিনিও চান সুহানা নায়িকাই হোক।
এদিকে আব্রাম কোলের শিশু হলেও সবার আগেই বলিউডে নাম লিখিয়েছে। মায়ের সঙ্গে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে মুখও দেখিয়েছে সে।