মেয়র আরিফের জামিন নামঞ্জুর
প্রকাশিত হয়েছে : ৭:৪৪:৩৬,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: হবিগঞ্জ জজকোর্টে সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর হয়েছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এমএস কিবরিয়া হত্যা মামলায় রোববার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মাহবুবুল হকের আদালতে জামিনের প্রার্থনা করেন তার আইনজীবীরা।
অপরদিকে, জামিনের বিরোধীতা করেন পিপি আকবর হোসেন ও এডভোকেট আলমগীর ভূইয়া বাবুলসহ আরো কয়েকজন আইনজীবী। কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী গত ২৯ ডিসেম্বর আত্মসমর্পন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এরপর আরিফুল হক অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন তাই জামিন শুনানির সময় তিনি আদালতে উপস্হিত ছিলেন না।
আরিফুল হকের পক্ষে জামিন শুনানীতে অংশ নেন হবিগঞ্জ জেলা বার সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, সেক্রেটারী মঞ্জুর উদ্দিন আহমদ শাহীন ও এডভোকেট খালেকুজ্জামানসহ অর্ধ শতাধিক আইনজীবী।
এছাড়া, গত ৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে আরিফুল হক চৌধুরীকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।