মেয়র আরিফের আশু সুস্থতা কামনায় সিলেটের বিভিন্ন মসজিদ, মন্দির ও মিশনে বিশেষ দোয়া অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:৫৭:০৭,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সুস্থতা কামনায় সিলেটের বিভিন্ন মসজিদ, মন্দির ও মিশনে বিশেষ দোয়া অনুষ্ঠিত। শুক্রবার জুম্মার নামাজের পর এ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আরিফুল হক চৌধুরীর আশু সুস্থতার জন্য মসজিদে মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র এডভোকেট সালেহ আহমদ চৌধুরী।
প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় গ্রেফতার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী অসুস্থ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারী কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ৯টার দিকে বুকে ব্যথা অনুভূত হলে তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে জেলা হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে রাত সাড়ে ১০ টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে করোনারী কেয়ার ইউনিট সিসিইউতে ভর্তি করেন।
উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামি হওয়ায় আদালতে হাজিরা দিতে গেলে মঙ্গলবার আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।