মেসির যে রেকর্ডে চাপে ম্যানইউ
প্রকাশিত হয়েছে : ১:৪৯:৫৯,অপরাহ্ন ১৭ মার্চ ২০১৯
স্পোর্টস ডেস্ক:: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ১১ এপ্রিল বার্সেলোনার সামনে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই ক্লাবের ফিরতি সাক্ষাৎ ১৭ এপ্রিল। শেষ আটের বল গড়ানোর আগে ম্যানইউ ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন লিওনেল মেসি।পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডের ক্লাবগুলোর বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে মেসি এখনও পর্যন্ত ২২টি গোল করেছেন। এত সংখ্যক গোল কেউই করেননি।
আর্সেনালের বিরুদ্ধে মেসির গোলের সংখ্যা ৯। ৬ বার ম্যানচেস্টার সিটির জাল কাঁপিয়েছেন বার্সার ১০ নম্বর জার্সিধারী। চেলসির গোলে ৩ বার বল ঢুকিয়েছেন আর্জেন্টাইন তারকা। ম্যানইউ ও টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ২টা করে গোল রয়েছে মেসির। কোয়ার্টার ফাইনালে মেসি-ম্যাজিকের অপেক্ষায় সবাই।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে চমক দেখিয়েছে ম্যানইউও।প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) বিরুদ্ধে প্রথম দেখাতে ০-২ গোলে হেরেছিল ম্যানচেস্টার। ফিরতি ম্যাচে দারুণ ভাবে ফিরে আসে তারা। ফরাসি ক্লাবের মাঠে গিয়ে ৩-১ গোলে ম্যাচ জেতেন লুকাকুরা। সেই সঙ্গে ইতিহাস তৈরি করে কোয়ার্টার ফাইনালে পৌঁছয় ম্যানচেস্টার।
বার্সেলোনা আবার লিয়ঁকে ৫-১ উড়িয়ে দিয়ে শেষ আটের যোগ্যতা অর্জন করেছে। দুই গোল করার পাশাপাশি গোলও করান মেসি। দারুণ ছন্দে রয়েছেন তিনি। বার্সা-ম্যানইউ ম্যাচের বল এখনও গড়ায়নি। তবে এই ম্যাচের ফলাফল নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা জল্পনা-কল্পনা।