মেসির কথা বলতেই কেঁদে ফেললেন নেইমার
প্রকাশিত হয়েছে : ১:২৮:৪২,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০১৯
স্পোর্টস ডেস্ক:: ভালোবাসা-আবেগের খেলা ফুটবল। সে কথাই যেন আরও একবার প্রমাণিত হলো। লিওনেল মেসির কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। সঙ্গে জানালেন বার্সেলোনা ছেড়ে এলেও আর্জেন্টাইন তারকা এখনও তাঁর বন্ধু। নেইমারের মন্তব্য, মেসিই ‘বিশ্বসেরা’।
শোনা যাচ্ছে, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) স্বচ্ছন্দ হতে পারেননি ব্রাজিলীয় তারকা। এমন জল্পনাও চলছে যে, তিনি বার্সায় ফিরতে আগ্রহী। জল্পনা উস্কে তাঁর বাবা বলেছেন, ‘‘কিছুই অসম্ভব নয়। ফুটবলে এমনটা হামেশাই ঘটছে।’’
মেসি সম্পর্কে নেইমার বলেছেন, টিভি চ্যানেলে। বলতে বলতে কেঁদে ফেলেন, ‘‘বিশ্বাস করুন, সবাইকেই আমি গল্পটা বলি। সব চেয়ে খারাপ সময় দলের সেরা মানুষটাকে পাশে পেয়েছি। যে কিনা বিশ্বসেরাও। ও-ই এগিয়ে এসে ভালবেসেছে।’’
নেইমারের আরও মন্তব্য, ‘‘মেসি আমাকে বলত, তুমি তোমার মতো আনন্দে থাকবে। মনে করবে স্যান্টোসে খেলো। সংকোচবোধ যেন না থাকে। এই ক্লাবে আমাকে বা অন্য কাউকে ভয় পাবে না। আমরা তোমাকে সাহায্য করতেই আছি।’’
বার্সেলোনায় তাঁর ফিরে আসার সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয় নেইমারকে। জবাবে নেইমার ইঙ্গিত দেন, বার্সায় প্রত্যাবর্তন কঠিন হলেও অসম্ভব নয়।