মেসিকে দলে ফিরে পাওয়া সম্মানের
প্রকাশিত হয়েছে : ৩:১৩:৩৯,অপরাহ্ন ২০ মার্চ ২০১৯
স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টিনা গোলরক্ষক জুয়ান মুসো মনে করছেন, জাতীয় দলে লিওনেল মেসির ফেরা তাদের জন্য সম্মানের। লিগে সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিক পেয়েছেন মেসি। দারুণ ছন্দে থাকা ওই মেসিকে জাতীয় দলে পাচ্ছেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। শুক্রবার ভেনেজুলেয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। চারদিন বাদে মরক্কের বিপক্ষে ম্যাচ। রাশিয়া বিশ্বকাপের পরে মেসি আবার দলে ফেরার খুশি বলে জানান উদিনেসের গোলরক্ষক মুসো।
তিনি বলেন, ‘আমরা খুবই খুশি। মেসি আমাদের সবার মতো করে অনুশীলন করেছেন। আমাদের জন্য তার জাতীয় দলে ফেরাটা সম্মানের ব্যাপার। আশা করছি দলের সবাই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারবো। যে ফলাফলকে লক্ষ্য ধরে আমরা অনুশীলন করেছি তা পাবো।’
চলতি মৌসুমে মেসি দুর্দান্ত ফর্মে আছেন। যা তার জাতীয় দলের সতীর্থ এবং ভক্তদের আশা দেখাচ্ছে। মৌসুমে এখন পর্যন্ত তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ গোল করেছেন। লিগে তার গোল সবার চেয়ে বেশি ২৯। এছাড়া শেষ তিন ম্যাচে তিনি ছয় গোল করেছেন। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৬৫ গোল তার নামের পাশে।রাশিয়া বিশ্বকাপের পর প্রথম জাতীয় দলে ফিরেছেন মেসি।
আর্জেন্টিনা দলে ডাক পাওয়া গোলরক্ষক মুসো অবশ্য এখনও আকাশি-নীলদের জার্সি গায়ে চাপাতে পারেনি। তবে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে তার অভিষেক হয়ে যেতে পারে। রাশিয়া বিশ্বকাপের পর মেসিকে ছাড়া আর্জেন্টিনা ছয়টি ম্যাচ খেলে বছর শেষ করেছে। নতুন বছর তারা শুরু করছে মেসিকে নিয়ে। গেল বছরের ছয় ম্যাচে চার জয় (গুয়েতামালা, ইরাক এবং মেক্সিকোর বিপক্ষে দুই জয়), এক ড্র (কলম্বিয়া) এবং ব্রাজিলের কাছে এক ম্যাচে হারে তারা।