মেসিকে টপকে বর্ষসেরা ডি মারিয়া
প্রকাশিত হয়েছে : ১০:৩৩:০৫,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক::
রিয়াল মাদ্রিদের হয়ে খেলে ইউরোপ সেরার প্রতিযোগিতার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ১০ম শিরোপা জিতেছিলেন। ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। তার কারণেই ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তিনি আর কেউ নন আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া। এমন নানা অবদানের স্বীকৃতি পেয়েছেন তিনি। লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোকে পেছনে ফেলে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার বর্ষসেরা খেলোয়াড়।
আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটের ৬৭ শতাংশ পেয়েছেন ডি মারিয়া। ২৩ শতাংশ পেয়েছেন মেসি। আর ১০ শতাংশ পেয়েছেন আগুয়েরো।
ডি মারিয়া ২০১৪ সালে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৪২ ম্যাচে ৭ গোল করেছেন। গোলে সহায়তা করেছেন ২৫টি।
২০০৬ সালের পর প্রথমবার এই পুরস্কার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন লিওনেল মেসি। টানা আটবার এই পুরস্কার জিতেছিলেন বার্সেলোনার সুপার স্টার। এবার তাকে পেছনে ফেলেছেন ডি মারিয়া।
গেল দল বদল মৌসুমে ডি মারিয়া ৬০ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন। দারুণ সময় পার করছেন রেড ডেভিলসদের হয়ে। সম্প্রতি নির্বাচিত হয়েছেন ম্যানইউর সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে।