মেডিক্যাল রিপোর্ট ভেজাল হলে চিকিৎসককে ছাড় নয় —এসকে সিনহা
প্রকাশিত হয়েছে : ১:৪৪:৩৭,অপরাহ্ন ১৮ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
আদালতে দেওয়া মেডিক্যাল রিপোর্ট ভেজাল প্রমাণিত হলে দায়ী চিকিৎসকদের বরদাশত করা হবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এর আগে এ ধরনের কাজের জন্য দায়ী চিকিৎসকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি সতর্ক করে দেন। বৃহস্পতিবার দুপুরে নরসিংদীতে অনুষ্ঠিত জুডিসিয়াল কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
তিনি চিকিৎসকদের উদ্দেশ করে আরও বলেন, টাইপ করতে না পারলে ওই সব রিপোর্ট ইংরেজি বড় অক্ষরে লিখবেন। এতে বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্টদের সুবিধা হবে।
তিনি জানান, আদালতে কক্ষের অভাবে চারশ’রও বেশি বিচারক কাজ করতে পারছে না। তাদের কক্ষ দেওয়া গেলে ৩০ থেকে ৪০ ভাগ মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। বিভিন্ন ক্ষেত্রে পুলিশের মেধার কথা উল্লেখ করে তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে এফআইআর রিপোর্টেও সমস্যা দেখা যাচ্ছে। পুলিশ মামলা নিচ্ছে না বলে আদালতে মামলা দায়ের করতে আসতে হচ্ছে অনেককে। এরকম অভিযোগ থাকবে কেন বলে পুলিশ বিভাগকে প্রশ্ন করেন তিনি।
জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজিব এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন, সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। এসময় জেলার বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনজীবী, পুলিশ ও স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান বিচারপতি আদালতের বিচার কাজ পরিদর্শন করেন ।