মৃত্যুর মুখে দাঁড়িয়ে কাঁপছিল ওসামা বিন লাদেন, জানালো রব
প্রকাশিত হয়েছে : ২:২০:১৫,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক: মৃত্যুর মুখে দাঁড়িয়ে কাঁপছিল ওসামা বিন লাদেন। ভয় পেয়ে গিয়েছিল ওসামা। ও বুঝতে পারে, আমরা ওকে মারতে গিয়েছি। এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ইউএস নেভি সিল রব ও নিল। এই রব ও নিলই সম্প্রতি দাবি করেন, গোপন অপারেশন শেষে তিনিই আল কায়দার শীর্ষ নেতা লাদেনের মাথায় গুলি করেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ১ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে এক বাড়িতে আমেরিকার কমান্ডো বাহিনী নেভি সিল গুলি করে হত্যা করে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে। ক’দিন আগে রব ও নিল দাবি করেন, সেই অপারেশনে লাদনকে তিনিই গুলি করেন। বছর ৩৮-এর রব ১৬ বছর ধরে নেভি সিল-এর বিশেষ দায়িত্ব পালন করার পর অবসর নিয়েছেন।
রবারের বাবা জানিয়েছিলেন, সেদিন অ্যাবোটাবাদে ওসামার বাড়িতে মোট ২৩ জন নেভি সিল অফিসার হানা দিয়েছিলেন।