মুরসিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার আনুষ্ঠানিক আবেদন
প্রকাশিত হয়েছে : ১:১৪:৪৩,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক::
মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে মৃত্যুদণ্ড দেওয়ার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন দেশটির সরকারি কৌঁসুলিরা। প্রসিকিউটর এমান এল-শারাউয়ি বুধবার আদালতকে বলেছেন, গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক প্রেসিডেন্ট মুরসি ও তাঁর সহযোগীদের ফাঁসি দিতে হবে। মিসরের সেনা-সমর্থিত আদালতে মুহাম্মাদ মুরসি ও মুসলিম ব্রাদারহুডের ৩৫ জন নেতার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, ইসলামপন্থি দলটির এসব নেতা ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যোগসাজশের মাধ্যমে মিসরকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন। এ ছাড়া তারা কয়েকটি দেশের কাছে মিসরের ‘গোপন তথ্য’ পাচার করেছেন। আগামী ২৬ নভেম্বর আদালতের পরবর্তী অধিবেশন বসবে। ওই দিন সাবেক প্রেসিডেন্ট মুরসি আত্মপক্ষ সমর্থন করে চূড়ান্ত বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিসরের প্রথম প্রেসিডেন্ট মুরসিকে ২০১৩ সালের ৩ জুলাই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাত্তাহ আল-সিসি। পরবর্তীতে মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করাসহ ইসলামপন্থি নেতা-কর্মীদের গণহারে হত্যা করে ও জেলে ঢুকিয়ে প্রেসিডেন্ট নির্বাচন দেয় সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার। ওই নির্বাচনে জেনারেল সিসি বিজয়ী হন।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর সরকার বিরোধী আন্দোলনে চালানো নির্বিচার গণহত্যায় অন্তত এক হাজার ৪০০ ব্যক্তি নিহত ও হাজার হাজার লোক আহত হয়। আটক করা হয় ২২ হাজার ইসলামপন্থি নেতা-কর্মীকে। এ ছাড়া, মুসলিম ব্রাদারহুডের প্রায় ২০০ সদস্যের বিরুদ্ধে এরইমধ্যে মৃত্যুদণ্ডের আদেশ জারি করা হয়েছে।