মুক্তি মিলছে আজমলের
প্রকাশিত হয়েছে : ৭:২৯:৪৪,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক::
অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল ব্রিটেনে এক আনঅফিশিয়াল বোলিং টেস্টে উত্তীর্ণ হয়েছেন। বুধবার ব্রিটেনের এজবাস্টনে ওই পরীক্ষাগারে আজমলের দেওয়া সবকটি ডেলিভারি এমনকি দোসরাও ১৫ ডিগ্রীর ভিতরে রেকর্ড করা হয়েছে। এদিকে সাঈদ আজমল আনফিশিয়ালি বোলিং অ্যাকশন শোধরাতে পারলেও এখনি মুক্তি মিলছেনা তার। এর জন্য চলতি মাসের ২৪ তারিখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি) কতৃক চেন্নাইতে অনুষ্ঠিতব্য পরীক্ষাতেও তাকে উত্তীর্ণ হতে হবে।
এজবাস্টনে সফল হওয়ার পর নিজেকে আত্মবিশ্বাসী উল্লেখ করে আজমল বলেন, ‘নিজস্ব উদ্যগে দেওয়া পরীক্ষা হলেও আমি আমার অ্যাকশন শোধরাতে পেরেছি। ওখানে(এজবাস্টন) আমার ‘দোসরা’সহ সবগুলো ডেলিভারি ১৫ ডিগ্রীর মধ্যে ছিলো।’
৩৭ বছর বয়সী আজমল ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে অবৈধ বোলিং একশনের জন্য অভিযুক্ত হন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, বল করার সময় তার হাত প্রায় ৪০ ডিগ্রীর মতো বেঁকে যায়। এরপর থেকেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন এবং সাবেক পাক স্পিনার সাকলাইন মুস্তাকের সাথে বোলিং একশন নিয়ে কাজ শুরু করেন। শুধু তাই নয়, বোলিং একশন নির্ধারিত সময়ের মধ্যে শোধরাতে না পারায় আসন্ন ক্রিকেট বিশ্বকাপেও খেলা হচ্ছেনা তার।
উল্লেখ্য, সাঈদ আজমল এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ১৭৮টি উইকেট তুলে নিয়েছেন। এছাড়া একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিয়েছেন ১৮৩টি এবং টি-২০ তে ৮৫টি উইকেট।