মুক্তি পেলে রুবেল বিশ্বকাপ দলে থাকবেন: পাপন
প্রকাশিত হয়েছে : ২:৩১:৪৩,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
স্পোর্টস ডেস্ক::
জামিনে মুক্তি পেলে রুবেল হোসেন বিশ্বকাপ দলে থাকবেন বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। লন্ডন থেকে দেশে ফিরে এই ইস্যুতে কথা বলতে গিয়ে বোর্ড বিব্রত বলেও জানান তিনি।
সঙ্গে নিশ্চিত করেন ভবিষ্যতে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনও পর্যবেক্ষণ করবে বোর্ড।
রুবেল কেলঙ্কারিতে বিব্রত শুধু বোর্ড প্রধান নয় দেশের ক্রিকেটাঙ্গানও। রুবেলকে কারাগারে নিয়ে যাওয়ার খবর বিদেশে বসে পেয়েছেন বিসিবি বস। দেশে ফিরেও তাকে কথা বলতে হলো সে ইস্যুতে। রুবেল যেহেতু দেশের প্রতিনিধিত্ব করবেন বিশ্বকাপের মঞ্চে, তাই মামলার গুনাগুন বিচার করে তার পাশে থাকার ঘোষণা নাজমুল হাসানের।
রুবেলের ব্যক্তিগত জীবন প্রভাব ফেলছে খেলোয়াড়ী ক্যারিয়ারে। যা চোখ খুলে দিয়েছে বিসিবির। এখন থেকে শুধু খেলোয়াড়ি বিষয় নয়, চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয়েও নজরদারি করবে বোর্ড।
রোববার রুবেলের বিরুদ্ধে করা নাজনীন আক্তার হ্যাপির মামলার পরবর্তী শুনানী। আর সোমবার শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ দলের অনুশীলন।