মুক্তিযোদ্ধা বাবা ও মাকে কুপিয়ে হত্যা করল ছেলে
প্রকাশিত হয়েছে : ১১:২২:০৫,অপরাহ্ন ২২ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: পঞ্চগড়ে বাবা মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। ঘটনার পর ওই যুবককে আটকাতে গেলে দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হন। ধারালো অস্ত্র দিয়ে কোপাতে গিয়ে মঞ্জুরুল হাসান শান্ত নিজেও আহত হন। পরে পুলিশ তাকে আটক করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
রোববার দুপুরে পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্প এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে মঞ্জুরুল হাসান শান্ত (৩০) নামে এক যুবক মা রীনা পারভীনকে (৬০) জবাই করে হত্যা করে। এ সময় বাবা মুক্তিযোদ্ধা মিজানুর রহমান (৬৫)-কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পঞ্চগড় থানা থেকে উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন আটকাতে গেলে তাকে আহত করে। পড়শি ভাড়াটিয়া উপ-সহকারি পরিদর্শক এনামুল হক ও পুলিশ কনস্টেবল মাহবুবুর রহমানের স্ত্রী নাসিমা বেগমকেও আহত করে।
এলাকাবাসী ওই দম্পতিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বাবা ও মাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, মঞ্জুরুল বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছেন।