মীরসরাইয়ে পেট্রোল বোমা হামলায় ১ জন নিহত
প্রকাশিত হয়েছে : ৮:৩২:১০,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা হামলায় এনাম হোসেন (৪০) নামের এক যাত্রী অগ্নিদগ্ধ হয়ে নিহত ও আহত হওয়ার ঘটনায় এক ছাত্রদল কর্মীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার রাতে তাকে আটক করা হয়।
জোরারগঞ্জ থানার এস আই সফিকুল ইসলাম জানান, ট্রাকে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় সোমবার রাতে শিমুল নামের একজনকে আটক করা হয়েছে। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।