মিয়ানমার থেকে প্রত্যাগত ৯ জন কিশোরকে হস্তান্তর
প্রকাশিত হয়েছে : ১১:২৩:৫৯,অপরাহ্ন ১১ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা ১৪৬ বাংলাদেশীর মধ্যে অপ্রাপ্ত বয়স্ক নরসিংদীর ৯ জন কিশোর অভিবাসীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এদের মধ্যে ৬ জনের বাড়ী জেলার শিবপুর উপজেলায় ও বাকী ৩ জনের বাড়ী সদর উপজেলায়।
তারা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার আয়ূবপু ইউনিয়নের ঘাশিদীয়া গ্রামের মুজিবুর রহমানে ছেলে মোঃ ফাহাদ (১৭), জহিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান ইমাম (১৬), মোঃ সানা উল্লাহ মিয়ার ছেলে মোঃ নাহিদ (১৬), চক্রধা ইউনিয়নের তুপাতুর গ্রামের রফিক মিয়ার ছেলে মহসিন (১৭), যশোর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামের গোলাপ মিয়ার ছেলে খোকন মিয়া (১৬), একই গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে রাসেল (১৪), নরসিংদী সদর উপজেলার দড়িবাজি বালচুর আয়ূব আলীর ছেলে সুমন (১৭),পাঁচদোনা ইউনিয়নের মেহরেপাড়া গ্রামের সাদেক মিয়ার ছেলে ফিরোজ মিয়া (১৬) ও আলোকবালী ইউনিয়নের আলোকবালী গ্রামের মরম আলীর ছেলে মোঃ সোহেল মিয়া (১৫)। দীর্ঘ প্রায় চার মাস পর সন্তানদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তাদের অভিভাবকরা।
প্রায় তিনমাস সাগরে ভাসমান ও ১৮ দিন মিয়ানমারে আটক থাকার পর গত সোমবার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী হাজী আবদুস সাত্তার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর মাধ্যমে শনাক্ত করে ৯ কিশোরকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এসময় নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম, রেডক্রিসেন্ট ইউনিট জাতীয় সদর দপ্তরের জুনিয়র সহকারী পরিচালক হাছিনা আক্তার লাকী, ইউনিট অফিসার রুমা আক্তার, রেডক্রিসেন্ট নরসিংদী ইউনিটের প্রোগ্রাম অফিসার এস এম আরিফুল হাসান, যুব প্রধান আশরাফ সিদ্দিক হিমেল, উপ-যুব প্রধান আরিফুল ইসলামসহ পুলিশ কর্মকর্তার উপস্থিত ছিলেন।