মিস্টি’র প্যাকেট খুলে বোমা বিস্ফোরণ, নিহত ১
প্রকাশিত হয়েছে : ২:১২:৫১,অপরাহ্ন ২৬ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কুড়িয়ে পাওয়া মিস্টি’র প্যাকেট খুলতে গিয়ে বোমা বিস্ফোরণে মনির হোসেন (২৪) নামে একজন নিহত হয়েছে। মনির পেশায় একজন মুদির দোকানী। ঘটনাটি ঘটেছে, আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় আখিরা এলাকায়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি)আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় আখিরা বাজারের মুদির দোকানদার মুনির আজ বিকেলে একটি মিষ্টি’র প্যাকেট কুড়িয়ে পায়। প্যাকটটি নিজ দোকানে বসে খোলার সময় বোমাটি বিস্ফোরণ ঘটে।এতে ঘটনাস্থলে মারা যায় মুনির।নিহত মুনির নবাবগঞ্জ উপজেলার আখিরা গ্রামের অফির উদ্দিন ছেলে বলে জানিয়েছে পুলিশ।