মিলানে পারভেজ আহমেদকে সংবর্ধনা দিয়েছে সিলেট সমিতি
প্রকাশিত হয়েছে : ৬:১৪:০৫,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০১৫
প্রবাস ডেস্ক :: ইতালির মিলানে সিলেট সমিতির সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ লন্ডন গমন উপলক্ষে সিলেট সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৪ জানুয়ারী রবিবার সন্ধা ৫ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে সিলেট সমিতির সভাপতি তারা মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামিল আহমেদ এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তি পারভেজ আহমেদ। অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিলান আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন সাহা,কমিউনিটি নেতা আকরাম হোসেন,বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্ঠা আলী আহমেদ,চঞ্চল রহমান,নোয়াখালী যুব সংঘের উপদেষ্ঠা খোরশেদ আলম,সিলেট সমিতির উপদেষ্ঠা সাদ উদ্দিন,সিলেট সমিতির যুগ্ম সম্পাদক রয়েল তালুকদার,সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন,সাংবাদিক আল আমিন হোসাইন,দিরাই সমাজ কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ,মামুন আহমেদ,আহাদ খান,ময়েজুর রহমান,জমির হোসেন,মামুন আহমদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সংগঠনের সভাপতি ঝিনু মেম্বার,সিলেট সমিতির ইমাম উদ্দিন সহ কমিউনিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,পারভেজ আহমেদ মিলানে সিলেট প্রবাসীদের সুখ দুঃ খের সাথে সম্পৃক্ত ছিল। রাজনৈতিক ভাবেও ও কমিউনিটির নেতৃবৃন্দদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। সাংবাদিক হিসাবেও পারভেজ আহমেদ মিলান প্রবাসীদের কাছে পরিচিত একটি মুখ। পারভেজ আহমেদের আগামী দিনগুলো আরো সুন্দর হউক এই কামনা করেন সকলেই। সংবর্ধিত ব্যক্তি মিলানের সিলেট প্রবাসীদের অবদানের জন্য ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।