মির্জা ফখরুল প্রেসক্লাব থেকে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০:৫১:১৮,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় প্রেসক্লাবের গেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল চার টার পর পর তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ ও রমনা থানা পুলিশ। এরপর মির্জা ফখরুলকে মিন্টোরোড এর গোয়েন্দা পুলিশ দপ্তরে নেয়া হয়। উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান এ প্রসঙ্গে বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে হেফাজতে আনা হয়েছে।
গ্রেফতারের আগে মির্জা ফখরুল সাংবাদিকদের সাথে কথা বলেন। প্রেসক্লাব থেকে বের হলে তাকে গ্রেফতার করতে পারে পুলিশ এই শঙ্কায় গতকাল সোমবার হতে প্রেসক্লাব থেকে বের না হয়ে এর দ্বিতীয়তলায় অবস্থান করছিলেন
এরআগে সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে পেশাজীবী সংগঠনের কর্মসূচিতে অংশ নিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেসক্লাবে যান এবং তারপর থেকে তিনি ভবনের ভেতরেই অবস্থান করছিলেন।