মিরপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ৫:০৯:১১,অপরাহ্ন ০৫ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক বয়স ২২ বছর বলে পুলিশ জানিয়েছে।
মিরপুর মডেল থানার এসআই জহির বলেন, কাজীপাড়া সমাজকল্যাণ মসজিদের পাশে একদল দুর্বৃত্ত গোপন বৈঠক করছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। এতে অজ্ঞাত এক যুবক আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
প্রসঙ্গত আগের দিন রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হন। যারা অবরোধে নাশকতায় জড়িত বলে কর্মকর্তারা বলছেন। ওই দুজনেরও পরিচয় জানা যায়নি। ঢাকা মেডিকেলে তাদের লাশ আনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো কেউ তাদের খোঁজে আসেনি।