মিরপুরের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত হয়েছে : ১:১৬:৩২,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ১৩ নাম্বার সেকসনের ডেসকো অফিসের পাশের ঝুটপট্টি ও বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার বিকেল ৪টার পরপরই ফায়ার সার্ভিসের পরিচালক (এডমিন) আবদুস সালাম এবিনিউজকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তখনও প্রচণ্ড পরিমাণ ধোঁয়া রয়েছে বলে জানান তিনি। আর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
এর আগে আজ বুধবার বেলা ২টার পর পরই মিরপুর ১০ নম্বর এলাকায় ঝুটপট্টিতে এ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ১ম ফায়ার সার্ভিসের ১০টি এবং পরে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত অপারেটর শাহজাদী সুলতানা বলেন, আজ বুধবার বেলা ২টার পর পরই আমরা ঝুটপট্টিতে আগুন লাগার খবর পাই। তখনই আমাদের ১০টি ইউনিট আগুন নেভাতে চলে যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, বেলা ২টা ৮ মিনিটে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। অবশ্য তাদের সহযোগিতকা করেন স্থানীরাও।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের উৎপত্তির কারণ জানা যায়নি। তবে ঝুটপট্টির নিরাপত্তাকর্মী মুজিবুর রহমান জানান, ঝুটপট্টির পশ্চিম দিক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বলেন, ওইখানে ২০০টির ওপরে দোকান রয়েছে। এরমধ্যে ১২০টি দোকান এখন পর্যন্ত সম্পূর্ণ পুড়ে গেছে।
অপরদিকে আগুন লাগার কারণ জানা যায়নি উল্লেখ করে পুলিশের পল্লবী বিভাগের সহকারী কমিশনার কামাল হোসেন বলেন জানান, এখনও পর্যন্ত কোন হতাহতের খবরও পাননি তারা। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এলাকার নিরাপত্তাও জোরাদার করা হয়েছে বলে জানান তিনি।