মিছিল থেকে ৩ শিবিরকর্মী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১১:৫২:২৪,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৪
খুলনা: নগরীর গল্লামারী এলাকা থেকে তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার বিকেলে হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন- নর্দান ইউনির্ভাসিটি খুলনা ক্যাম্পাসের আইন বিভাগের শিক্ষার্থী ও নড়াইলের কালিয়া উপজেলার মৃত হাবিবুর রহমানের ছেলে ইমরুল কায়েস (২৫), সরকারি ব্রজলাল কলেজের শিক্ষার্থী ও যশোরের নওয়াপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে হাসানুল পান্না (২৫) এবং বটিয়াঘাটা উপজেলা এলাকার মো. আজাদের ছেলে শুভ (২৪)।
খুলনা মহানগর পুলিশের বিশেষ (সিটিএসবি) শাখার উপ পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, ‘বিকেলে নগরীর গল্লামারী এলাকায় হরতালের সমর্থনে শিবিরের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করে। এ সময়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়। ’