মায়ের মৃত্যুর তিন মাস পর সন্তানের জন্ম!
প্রকাশিত হয়েছে : ১০:০৫:৩৫,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
বিচিএ ডেস্ক:: মায়ের মৃত্যু হয়েছিল তিন মাস আগে। তবে বাচ্চা বেঁচে ছিল মায়ের গর্ভে। অবশেয়ে গত ১৯ ডিসেম্বর সেই বাচ্চার জন্ম হয়। বাচ্চাটি সুস্থ আছে বলেই জানিয়েছে চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে ইতালির মিলানে।
মস্তিস্কে রক্ত ক্ষরণের জন্য মিলানের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলো ওই শিশুটির মা। তবে দিন কয়েকের মধ্যে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই নারী তখন ৬ মাসের গর্ভবতী। মস্তিস্ক ক্ষতিগ্রস্ত হলেও তার বাকি অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক ছিল। ফলে চিকিৎসকরা ওই নারীকে লাইফ সাপোর্টে প্রায় তিন মাস বাঁচিয়ে রাখে। গত ১৯ ডিসেম্বর অস্ত্রোপচারের পর বাচ্চাটির জন্ম হয়।
এক চিকিৎক জানান, ‘এটা আমাদের জন্য আনন্দের দিন। কিন্তু শিশুটির মায়ের পরিবারের জন্য আমরা খুবই দুঃখিত।’
এর আগে ১৯৯৩ সালে এমন একটি ঘটনা ঘটে ক্যালিফোর্নিয়ায়। ডাকাতদের গুলিতে মারা যান এক নারী। তখন তিনি ১৭ সপ্তাহ গর্ভবতী ছিলেন। ওই সময়ও ওই নারীকে লাইফ সাপোর্টে রেখে বাচ্চাটিকে বাঁচিয়ে দেন চিকিৎসকরা।