‘মায়ের কাছে সন্তানের চেয়ে দেশ বড়’
প্রকাশিত হয়েছে : ২:৪৬:৩৩,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে ‘সন্তানের চেয়ে দেশ বড়’ বলে জানিয়েছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। সম্প্রতি তিনি তার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘মায়ের কাছে সন্তানের চেয়ে দেশ বড়।’ এখানে খালেদা জিয়াকে ‘মা’ এবং তার দুই সন্তানকে ইঙ্গিত করেই স্ট্যাটাসটা দিয়েছেন তিনি। গত ২৪ জানুয়ারি খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর জোবায়দা রহমান এ স্ট্যাটাসটি পোস্ট করেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, মায়ের (খালেদা জিয়া) কাছে জানতে চাওয়া হয়েছিল- সন্তান (তারেক ও কোকো) নাকি দেশ? এর উত্তরে মা বলেছিলেন- দেশ। এরপর মায়ের দুই ছেলেকে অমানুষিক নির্যাতন করা হয়। এই ঘটনায় খালেদা জিয়া কেঁদেছেন এবং তার দুই ছেলেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন বলেও জানান তিনি।