মাহীর শেষ সুযোগ!
প্রকাশিত হয়েছে : ১০:৩৫:৪১,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: গেল বছরে মাহী অভিনীত ‘অগ্নি’,’দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’ ও ‘দেশা দ্য লিডার’ ছবিগুলো মুক্তি পায়। এরমধ্যে মাহী অভিনীত ‘অগ্নি’ ছবিটি একমাত্র ব্যবসায়িকভাবে সফলতা লাভ করে। অপরদিকে কমেডি মুভি ‘দবির সাহেবের সংসার’,রোমান্টিক ও অ্যাকশন ঘোরানোর ‘হানিমুন’ দুটি ছবি ফ্লপ হয়। ছবি দুটির ধারাবাহিক ব্যর্থতার পর তার ‘অনেক সাধের ময়না’ ছবিটি সুপারহিট হয়। তবে এই ছবি হিট হওয়ার মূল কৃতিত্ব ছিল ছোটপর্দা থেকে আসা সময়ের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়ক আনিসুর রহমান মিলনের। ‘অনেক সাধের ময়না’ ছবির পুরো গল্প মিলন একাই টেনে নিয়ে গেছেন এমনটাই মতামত দর্শকদের। এদিকে গেল বছরের মাহী অভিনীত ছবি ‘দেশা দ্য লিডার।’ ছবিটি মুক্তির আগে থেকেই ব্যাপক আলোচিত হয়ে আসছিলো। তিনি নিজেও খুবই আশাবাদী ছিলেন ছবিটি নিয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি ‘দেশা দ্য লিডার’ ছবিটি মুক্তির প্রথমদিন থেকেই দর্শকদের কাছে সাড়া জগতে ব্যর্থ হয়। ফলাফল বিগ বাজেটের এই ছবিটিও ফ্লপ হয়। এই যখন অবস্থা ঠিক সেই সময় চলতি মাসের ৯ জানুয়ারি মাহী তার নতুন ছবি ‘ওয়ার্নিং’ নিয়ে দর্শকদের সামনে আসছেন। বিগ বাজেটের এই ছবিটি পরিচালনা করেছেন সাফি উদ্দিন সাফি। এখন দেখার বিষয় এই ছবিটির মাধ্যমে মাহী তার ভাগ্য ঘোড়াতে পারেন কি না। চলচ্চিত্র বোদ্ধাদের মতে গেল বছরের টানা ব্যর্থতা ঘোচানোর তার জন্য এই ছবিটিই শেষ সুযোগ। মাহী এই শেষ সুযোগটি কাজে লাগিয়ে তার নামের সাথে কতোটা সুবিচার করতে পারেন তা জানার জন্য ‘ওয়ার্নিং’ ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।