মাহিদুর ও চুটুর বিচার শুরু
প্রকাশিত হয়েছে : ১:১০:৩৯,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
একাত্তরের মুক্তিযুদ্ধকালীন সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল।
একই সঙ্গে তাদের বিরুদ্ধে সূচনা বক্তব্যে (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপনের মাধ্যমে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করে এই সাক্ষী গ্রহণের জন্য আদেশ দেন।
আজ ট্রাইব্যুনালের শুনানিতে ছিলেন, প্রসিকিউটর সাহিদুর রহমান ও রিজিয়া সুলতানা চমন। আসামী পক্ষের আইনজীবী আব্দুস সাত্তারও উপাস্থ ছিলেন।
তার আগে গত ২৪ নভেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আদালত।
মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে গত ১৬ নভেম্বর অনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। প্রসিকিউটর সাহিদুর রহমান এ অভিযোগ দাখিল করেন।
মাহিদুর ও চুটুর বিরুদ্ধে ১৯৭১ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় মুক্তিযুদ্ধের সময় সংগঠিত হত্যা ও গণহত্যার সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে সাক্ষী রয়েছেন ২৪ জন।
গত ২৭ অক্টোবর তাদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।