মাহবুব হোসেন, খোকন, তাজুলসহ ২৫০ আইনজীবীর বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ৭:৪৫:৪৫,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিচারপতির গাড়ি ভাংচুর ও পুলিশি কাজে বাধা দেয়ার অভিযোগে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জামায়াতের আইনজীবী তাজুল ইসলামসহ ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার পুলিশের এসআই মাহবুবুল আলম শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন বলে প্রতিবেদককে নিশ্চিত করেন।
গতকাল ২০ দলীয় জোট ঘোষিত গণতন্ত্র হত্যা দিবসের সমর্থনে বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল থেকে এক বিচারপতির গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। পুলিশ বাধা দিলে আইনজীবীদের হামলায় পুলিশ সদস্য মোস্তাফিজুর আহত হয়।