মাসুদকে ‘বিশ্ব সন্ত্রাসী’ আখ্যা দিতে জাতিসংঘে প্রস্তাব
প্রকাশিত হয়েছে : ১২:৪১:০০,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে ‘বিশ্ব সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিতে জাতিসংঘে একটি প্রস্তাব দিয়েছে সংস্থার তিন স্থায়ী রাষ্ট্র।ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান টানটান উত্তেজনার মধ্যে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা সম্পন্ন পাঁচ দেশের মধ্যে তিন দেশ যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য ও ফ্রান্স এ প্রস্তাব উত্থাপান করে বলা হয়েছে।
এই প্রস্তাবটি পাস হলে মাসুদ আজহার জাতিসংঘ কর্তৃক আ্যাখা দেওয়া সন্ত্রাসী বলে পরিচিত হবেন।একই সঙ্গে তার বিশ্বজুড়ে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকবে, সম্পদ জব্দ এবং অস্ত্রবহনে বাধার মুখে পড়তে হবে তাকে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরেক ভেটো ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র রাশিয়া এই প্রস্তাবের সঙ্গে এখনও পর্যন্ত সর্ম্পৃক্ত না হলেও; আগে জইশ প্রধানের ওপর নিষেধাজ্ঞার পক্ষেই তাদের অবস্থান ছিল। এখন শুধু বাকি রয়েছে চীন। চীন এক্ষেত্রে কোন পক্ষে অবস্থান নেবে তা ধারণা করা যাচ্ছে না। এর আগে মাসুদের ওপর নিষেধাজ্ঞার এক প্রস্তাবে দেশটি বিপরীতে অবস্থান নিয়েছিল।