মাশরাফিদের জন্য ফিল্ডিং কোচের সতর্কবার্তা
প্রকাশিত হয়েছে : ৭:৫৯:৪৩,অপরাহ্ন ০২ মার্চ ২০১৫
ঢাকা: মেলবোর্নে শ্রীলংকার বিপক্ষে হয়তো জয় প্রত্যাশা ছিল না, কিন্তু মান-সম্মত লড়াই তো প্রত্যাশা ছিল বাংলাদেশ ক্রিকেটারদের সমর্থকদের। কিন্তু মেলবোর্নে এবারের বিশ্বকাপের সম্ভবত সবচেয়ে বাজে ফিল্ডিংয়ের প্রদর্শনী করলো বাংলাদেশের ফিল্ডাররা। যে কারণে দেশে-বিদেশে কঠোর সমালোচনা সহ্য করতে হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে ফির্র্ল্ডিং কোচ রিচার্ড হ্যালসলকে।
এ কারণে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে মাশরাফিদের প্রতি কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেছেন ফিল্ডিং কোচ। নেলসনই নয় শুধু, বিশ্বকাপে বাকি ম্যাচগুলোতে আর কোনভাবেই শ্রীলংকার বিপক্ষে বাজে ফিল্ডিংয়ের পুনরাবৃত্তি চান না হ্যালসল।
বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে স্কটল্যান্ডের বিপক্ষে গ্র“প পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ দল। কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখতে হলে মাশরাফিদের এই ম্যাচে অবশ্যই জিততে হবে। সে ক্ষেত্রে অবশ্যই ফিল্ডিং ভালো করতে হবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। সেটাই তাদের স্মরণ করিয়ে দিয়েছেন ফিল্ডিং কোচ। ন্যুনতম আফগানিস্তানের বিপক্ষে যে পারফরম্যান্স ছিল সেটা হলেও দেখানোর কথা বলেন তিনি।
সোমবার নেলসনে দলের অনুশীলন শেষে সাংবাদিদের সঙ্গে কথা বলতে গিয়ে ইংল্যান্ডের সাবেক ফিল্ডিং কোচ হ্যালসল বলেন, ‘আমাদের দলে বেশ কয়েকজন খুব মেধাবী ক্রিকেটার আছে। চাপের মুহূর্তে মানুষ ভিন্ন ভিন্নভাবে সাড়া দেয়। আপনারা তো দেখেছেন, আফগানিস্তানের বিপক্ষে দল কত ভালো ফিল্ডিং করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের দেশে যে সিরিজ খেলেছে, সেখানেও অসাধারণ ফিল্ডিং করেছে তারা।’
মেলবোর্নে শ্রীলংকার বিপক্ষে সবচেয়ে বাজে ফিল্ডিং প্রদর্শনী দেখিয়েছে বাংলাদেশ দলের ফিল্ডাররা। প্রথম ওভার থেকেই সহজতম ক্যাচ মিসের মহড়া শুরু করেছিলেন এনামুল হক বিজয়। থিরিমান্নে, দিলশান এবং সাঙ্গাকারার বেশ কয়েকটি সহজতম ক্যাচ মিস করে বাংলাদেশ দলের ফিল্ডাররা।
সে প্রসঙ্গ টেনে এনে ফিল্ডিং কোচ জানান, ক্যাচ মিসের ঘটনায় তারা নিজেরাও অনুতপ্ত। তিনি বলেন, ‘তারা বিশ্বাসই করতে পারছিল না, বিজয় (এনামুল হক) একটি ক্যাচ ফেলতে পারে। কেন না, অধিকাংশ সময় সে ঝাঁপ দিয়ে ক্যাচ ধরে। তবে তার এই ক্যাচ মিসের ঘটনায় কেউ মানসিকভাবে আহত হয়েছে, কেউ বা হতাশ হয়েছে।’
নেলসনে পৌঁছার পর তাই ক্রিকেটারদের নিয়ে আলাদা আলাদ সেশন করছেন হ্যালসল। দিচ্ছেন প্রশিক্ষণ। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেও যেন একই ঘটনার পুনরাবৃত্তি না করে সে ব্যাপারে ক্রিকেটারদের নানা টিপস, পরামর্শ দেন। অভিজ্ঞদের পরামর্শ দেন নতুনদের পাশে দাঁড়ানো। হ্যালসল বলেন, ‘আমরা তাদেরকে (খেলোয়াড়দেরকে) মনে করিয়ে দিয়েছি যে, সেখানে তোমার ১০জন সতীর্থ আছে যারা তোমাকে সাহায্য করবে। আশা করি, এতে তোমার উপকার হবে এবং মুখে হাসি ফোটাবে।’
ফিল্ডারদের প্রতি হ্যালসলের পরামর্শ, ফিল্ডিংটা যেন উপভোগ করে, ‘খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছি, তারা উত্তেজিত হতে পারে, সবসময় তাদের চিন্তিত থাকার দরকার নেই।’
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য মাশরাফিরা মুখিয়ে আছে স্মরণ করিয়ে দিয়ে হ্যালসল বলেন, ‘ছেলেরা স্কটল্যান্ড ম্যাচের জন্য মুখিয়ে আছে। আমার বিশ্বাস এছাড়াও তারা একটি বড় ম্যাচের জন্যও উন্মুখ হয়ে আছে। পরবর্তী তিনটি ম্যাচে দুটি জয় পাওয়া হবে অনেক বড় ব্যাপার।’