মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি আটক
প্রকাশিত হয়েছে : ৮:২৩:১৫,অপরাহ্ন ২৪ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী ৫৫ জন শ্রমিককে আটক করেছে পুলিশ, এদের মধ্যে ১২ জন বাংলাদেশি রয়েছে।
প্রায় দুই ঘণ্টা পেনাং ইমিগ্রেশন পুলিশ অভিযান চালিয়ে তাদেও আটক করে। আটকরা জালান পাদাং লালাং এর বুকিত মেরতাজাম পাইকারি মাছের বাজারে কাজ করছিলেন। ১২ জন বাংলাদেশ ছাড়া আটককৃতদের মধ্যে ৪২ জন মায়ানমার এবং একজন নেপালি নাগরিক। তাদেরকে সেবারাং জায়া থানায় তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হয়েছে বলে নিশ্চিত করেছেন অভিযানের পরিচালক হাসবুল্লাহ আব্দুল।
গত ১৯ ডিসেম্বর থেকে দেশটির পেনাং রাষ্ট্রে অবৈধ অভিবাসী আটক অভিযান শুরু হয়েছে, চলবে মাসব্যাপী।