মালয়েশিয়ায় মাটিচাপায় দুই বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:৪১,অপরাহ্ন ২৮ ফেব্রুয়ারি ২০১৫
প্রবাস ডেস্ক: মালয়েশিয়ায় গুহার নিচে মাটিচাপা পড়ে দুই বাংলাদেশি নির্মাণ শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার বিকালে পেরাক রাজ্যের তাপায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মালয়েশিয়ার দৈনিক ডেইলি স্টার।
নিহতরা হলেন- হাসু মিয়ার ছেলে মোহাম্মদ ইকবাল (৩০) এবং হিরন মিয়ার ছেলে মো. তালেব। তাদের উভয়ের বাড়ি নরসিংদী।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার সাইদুল ইসলাম এ মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।